প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) স্কুলে হাড়হিম কয়া ঘটনা দলিত শিশুকে এক বছর ধরে নির্মম অত্যাচার অভিযোগের তীর স্কুলের শিক্ষকদের দিকেঘটনাটি ঘটেছে, হিমাচলপ্রদেশের সিমলার রোহরু মহকুমার একটি সরকারি স্কুলে জানা গিয়েছে, নির্যাতিত শিশু প্রথম শ্রেণির ছাত্র স্কুলে তার উপর নির্মম অত্যাচার করা হত বলে অভিযোগ শিশুর বাবার সম্প্রতি মারের চোটে শিশুটির কানের পর্দা ফেটে গিয়েছে বলে দাবি করা হয় শিশুর পরিবারের তরফে

এখানেই শেষ নয়, শিশুর বাবার অভিযোগ, স্কুলের শৌচালয়ে নিয়ে গিয়ে শিশুর প্যান্টের ভিতর কাঁকরবিছে ঢুকিয়ে দিতেন শিক্ষকেরা দিনের পর দিন চলত এই পাশবিক অত্যাচার ভয়ে কাউকে কিছু বলতে পারেনি শিশুটি কিন্তু সম্প্রতি স্কুল নিয়ে তার মধ্যে তৈরি হওয়া ভীতি দেখে সন্দেহ হয় মায়ের ছেলেকে জিজ্ঞেস করতে সব কথা খুলে বলে সে এরপরই পুলিশের দ্বারস্থ হয় পড়ূয়ার পরিবার প্রধান শিক্ষক-সহ অভিযুক্ত তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ শুধু শারীরিক বা মানসিক নির্যাতন নয়, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা দায়ের করা হয়েছে

স্কুলের শৌচালয়ে দলিত শিশুর প্যান্টে ছেড়ে দেওয়া হল কাঁকড়াবিছে