নয়াদিল্লি: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একটি অদ্ভুত ঘটনা সামনে এসেছে। কর্মক্ষেত্র থেকে ছুটি পাওয়ার জন্য মানুষ বিভিন্ন ধরণের কৌশল অবলম্বন করেন, বিভিন্ন অজুহাত দেন, মিথ্যা বলেন। তবে মধ্যপ্রদেশের মওগঞ্জে এক শিক্ষক ছুটি পেতে সব সীমা ছাড়িয়ে গেলেন। স্কুল থেকে ছুটি পেতে তিনি তাঁর নিজের এক ছাত্রকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ওই ছাত্রের বাবা শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন, বিষয়টি প্রকাশ্যে আসতেই কালেক্টর তাঁকে বরখাস্ত করেন।
ঘটনাটি ঘটেছে মৌগঞ্জ জেলার নাইগড়িতে। সরকারি প্রাথমিক বিদ্যালয় চিগির কা টোলার শিক্ষক হীরালাল প্যাটেল তৃতীয় শ্রেণির এক ছাত্রকে মৃত ঘোষণা করেন। ছুটিতে যাওয়ার সময় তিনি স্কুলের রেজিস্টারে লিখেছিলেন যে তিনি তাঁর একজন ছাত্রের শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছেন। হীরালাল প্যাটেল স্কুলের রেজিস্টারে নোটে লিখেছেন, 'আমি হীরালাল প্যাটেল, প্রাথমিক শিক্ষক রাম সুরজ কোরির মৃত্যুর কারণে দুপুর ১ টায় শ্মশানে যাচ্ছি। এই জিতেন্দ্র কোরি আমার স্কুলের ক্লাস ৩-এর ছাত্র।'
পরে ছাত্র জিতেন্দ্রের বাবা রাম সুরজ কোরি বিষয়টি জানতে পেরে থানায় গিয়ে শিক্ষক হীরালাল প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কালেক্টর অজয় শ্রীবাস্তব অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।