প্রতীকী ছবি

সরকারি স্কুলের শৌচাগারে সদ্যজাতকে রেখে পলাতক মা। মঙ্গলবার সন্ধের দিকে তামিলনাড়ুর (Tamil Nadu) ত্রিচি (Tiruchirappalli) শহরের কাট্টুর এলাকার একটি সরকারি স্কুলের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে ওই সদ্যজাত শিশুটি। খবর দেওয়া হয় পুলিশকে। তদন্ত চলাকালীন একাধিক তথ্য উঠে আসে পুলিশের হাতে। দোকানে বিক্রি করা যাবে না ‘লুজ’ সিগারেট, সংসদের স্ট্যান্ডিং কমিটিতে প্রস্তাব পাশ

এক জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে নবজাতের মা শ্রীরঙ্গমের (Srirangam) বাসিন্দা। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ১৯ বছর বয়সে অন্তঃসত্ত্বা হন তিনি। তাঁর গর্ভবতী হওয়ার খবর পরিবারে জানাজানি হতেই ভর্ৎসনা, নিন্দা, সমালোচনার শিকার হয় সে। সমাজের কুৎসা এড়াতে বাড়িতেই শিশু পুত্রের জন্ম দেন। নবজাতকে সরকারি স্কুলের শৌচাগারে রেখে এসে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টাও করেন। কিন্তু কোনক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন যুবতী। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ওই যুবতীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) অধীনে উপযুক্ত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।