Swiggy (Photo Credits: Swiggy)

হায়দরাবাদ, ১৬ জানুয়ারিঃ দোরগোড়ায় খাবার পৌঁছাতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল সুইগি ডেলিভরি বয়ের (Swiggy Delivery Boy)। বহুতলের দ্বিতীয় মালা থেকে পড়ে মৃত্যু হয় ডেলিভরি বয়ের (Swiggy Delivery Boy Died)। হায়দরাবাদের বঞ্জরা হিলসের ঘটনায় চাঞ্চল্য। খাবারের ডেলিভরি দিতে গন্তব্যে পৌঁছান ওই সুইগি ডেলিভরি বয়। খাবার নিতে দরজা খুলতেই বাড়ি থেকে বেরিয়ে আসে পোষ্য কুকুর। পোষ্যের তাড়া খেয়ে আতঙ্কে উলটো পথে দৌড় দেয় ডেলিভরি বয়। পিছনে দৌড়ায় কুকুটিও। এমন সময়ে দিগ্বিদিক শূন্য হয়ে বহুতলের দ্বিতীয় মালা থেকে ঝাঁপ দেয় সে। পোষ্যের ডাকে চুরি থেকে রেহাই পেল উত্তরপ্রদেশের শিল্পপতি

পুলিশ সূত্রে খবর, সুইগির ওই ডেলিভরি বয়ের নাম রিজওয়ান। খাবারের ডেলিভরি দিতে এসে প্রাণ খোয়াতে হল তাঁকে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় রিজওয়ানের। কুকুরের মালকিন শোবনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে 304 (A) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পথ কুকুরদের খাবার দিতে গিয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কা মহিলাকে, দেখুন সিসিটিভি ফুটেজ

মৃত ডেলিভরি বয়ের দাদা জানায়, ‘আমার ভাই সুইগিতে কাজ করতেন। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। দিন কয়েক আগে বাঞ্জারা হিলসে পার্সেল ডেলিভরি দিতে গিয়েছিল সে। কিন্তু বাড়ির পোষ্য কুকুরের তাড়া খেয়ে সে বিলিং থেকে ঝাঁপ দেয়। তেলেঙ্গানা সরকারের কাছে আমার ভাইয়ের জন্যে ন্যায় বিচারের আর্জি জানাচ্ছি আমি’।