নয়া দিল্লি, ১৭ মেঃ আম আদমি পার্টির (Aam Aadmi Party) রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে (Swati Maliwal) শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সহকারি বৈভব কুমারের (Bibhav Kumar) বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন আর সেখানেই তাঁকে বৈভব হেনস্থা করেছেন বলে ফোনে পুলিশকে জানিয়েছেন স্বাতী। সাংসদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। শুক্রবার মেডিকেল পরীক্ষার জন্যে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। অরবিন্দ সহকারীর হেনস্থার জেরে শরীরে অভ্যন্তরীণ চোট লেগেছে। যার জেরে দিল্লির এইমস হাসপাতালে (Delhi AIIMS) স্বাস্থ্য পরীক্ষার জন্যে নিয়ে যাওয়া হয় আপ সাংসদকে। জানা গিয়েছে, তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে পরীক্ষানিরীক্ষা।
আপ সাংসদ স্বাতী মালিওয়াল নিজের অভিযোগে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈভব তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন। ক্ষত আভ্যন্তরীণ হওয়ায় ঘটনার চারদিনের মাথায় শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্যে নিয়ে যাওয়া হয় স্বাতীকে। তিন ঘণ্টাও বেশি সময় ধরে পরীক্ষার পর নিজের বাসভবনে ফেরেন তিনি। গাড়ি থেকে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির ভিতরে ঢুকতে দেখা গিয়েছে তাঁকে।
স্বাস্থ্য পরীক্ষার সেরে বাসভবনে ফিরলেন স্বাতী...
How badly was she assaulted? This video of Swati Maliwal shows her struggling to walk to her gate, if this was a ‘scuffle between 2 people’ as AAP sympathisers claim, how is Bibhav doing just fine? pic.twitter.com/wZh8Px9hax
— Akshita Nandagopal (@Akshita_N) May 17, 2024
সাংসদকে শারীরিক হেনস্থার প্রায় ২৪ ঘণ্টা পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছিল আপ (AAP)। ঘটনায় দল যে স্বাতীর পাশে রয়েছে সেই বার্তা দিয়ে বুধবার তাঁর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লি মহিলা কমিশনের এক সদস্য।