Dr Kafeel Khan: করোনা আক্রান্তদের চিকিৎসা করতে চাই, যোগী আদিত্যনাথকে চিঠি কাফিল খানের
ডাক্তার কাফিল খান (File Photo)

লখনউ, ২১ এপ্রিল: করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে চাই। অনুগ্রহ করে আমার উপর থেকে সাসপেনশন তুলে নিন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই মর্মে অনুরোধ জানিয়ে চিঠি লিখলেন বিআরডি মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিশিয়ান ডাক্তার কাফিল খান। ২০১৭-র আগস্টে ডাক্তার কাফিল খান বিআরডি মেডিক্যাল কলেজে অস্কিজেনের অভাবে ৬০ জন শিশু মৃত্যুর ঘটনায় খবরের শিরোনামে চলে আসেন। চিঠিতে কাফিল খান (Dr Kafeel Khan) লিখেছেন, দেশের এই জরুরি পরিস্থিতিতে তিনি চিকিৎসা করতে চান। মহামারী চলে গেলে আবার তার উপরে সাসপেনশন বলবৎ করা যাবে। যেখানে জরুরি চিকিৎসা পরিষেবা পৌঁছায় না সেইসব গ্রামের মানুষদের করোনা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির কাজ করছেন ডাক্তার কাফিল খান। আরও পড়ুন-COVID-19 Surge in India: ‘করোনায় বিপর্যয় নিয়ে সরকার পক্ষ কী বিরোধী নেতৃত্বের সঙ্গে পরামর্শ করতে পারতেন না?’ প্রিয়ঙ্কা গান্ধী

এই কাজে নিযুক্ত রয়েছে চিকিৎসকদের একটা দল। সেই দলে রয়েছেন কাফিল খানও। চিকিৎসকদের এই দলটি সেখানে কোভিডের চিকিৎসাও করছে। মুখ্যমন্ত্রীর অফিশিয়াল মেল আইডিতে পাঠানো সেই চিঠিতে কাফিল খান লিকেছেন, “এই মুহূর্তে দেশ করোনার সেকেন্ড ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছে। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। আমার ১৫ বছরের চিকিৎসা অভিজ্ঞতা রয়েছে। এই মহামারীর সময়ে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। যার জেরে বাঁচবে কিছু মানুষ। আপনার কাছে একান্ত অনুরোধ আমার সাপেনশন তুলে নিন, যাতে এই দুর্দিনে দেশবাসীর সেবা করতে পারি।”