লুইস নিঘাত আখতার ভানু (ছবিঃX)

নয়াদিল্লিঃ নেপালের (Nepal) জেল (Jail) থেকে পলাতক। সেই সঙ্গে মাদক পাচারের অভিযোগে ত্রিপুরার (Tripura)সাবরুম সীমান্ত থেকে গ্রেফতার ৬৫ বছরের বৃদ্ধা। অভিযুক্তের সঙ্গে পাকিস্তানি যোগসূত্র রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, নিজেকে লুইস নিঘাত আখতার ভানু নামে পরিচয় দিয়েছেন ওই মহিলা। সাবরুম স্টেশন থেকে তাঁকে প্রথম আটক করে রেল পুলিশ।সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান।

এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, নেপালের একটি কারাগার থেকে পালিয়ে এসেছেন তিনি। তাঁর স্বামীর নাম মহম্মদ গোলাফ ফারাজ। ১২ বছর আগে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে নেপালে আসেন তিনি। এরপর থেজকে মাদক পাচার চক্রের হয়ে কাজ কর‍তে থাকেন। ২০১৮ সালে ১ কেজি ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেফতার জন। ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাঁকে। গত সেপ্টেম্বরে সরকার বিরোধী বিক্ষোভের সময় জেল থেকে পালিয়ে যান তিনি। সোজা চলে আসেন ত্রিপুরায়। এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন ওই মহিলা। এরপর তাঁকে আদালতে পেশ করা হবে।

জেল থেকে পলাতক, সেই সঙ্গে মাদক পাচারের অভিযোগ, সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার পাক মহিলা