Supreme Court (Photo Credit: ANI)

নয়াদিল্লি: কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে কাবেরী জল বিরোধে হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়, কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটির ( Cauvery Water Management Authority - CWMA) কর্তৃপক্ষকে প্রতি ১৫ দিন পরপর বৈঠক করতে হবে।

সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং ডেপুটি সিএম ডি কে শিবকুমার কাবেরী নদীর জল বণ্টন ইস্যুতে দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এতে কাভেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রাজ্য সরকারকে তামিলনাড়ুতে ৫০০০ কিউসেক জল ছাড়ার নির্দেশ দেয়। গত সপ্তাহের শুরুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্য তার প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতে জল ছাড়ার অবস্থানে নেই। এরপর আজ সুপ্রিম কোর্ট কাবেরীর জল নিয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করল। বিষয়টি কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটির উপর ছেড়ে দিল।

দেখুন

উল্লেখ্য, সেদিন কাবেরী জল বিরোধে সর্বদলীয় বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা গত আগস্টে বৃষ্টির বিশাল অভাবের মুখোমুখি হয়েছি। আমাদের কাছে জল নেই, তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা জল ছাড়ার অবস্থায় নেই।