দিল্লি, ৩ সেপ্টেম্বর: আইএনএক্স মিডিয়া মামলা থেকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে রেহাই দিল না সুপ্রিম কোর্ট। তাই আগামী শুক্রবার শুনানির আগে পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকছেন এই প্রবীণ কংগ্রেস নেতা। পাশাপাশি আইএনএক্স মিডিয়া মামলা (INX Media Case) যে চলবে তা-ও জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে সিবিআই ও ইডির সলিসিটর জেনারেল তুযার মেহতা যে আবেদন করেছিলেন। অর্থাৎ পি চিদম্বরমকে (P Chidambaram) তিহাড় জেলে (Tihar Jail) পাঠানো হোক। সেই আবেদনকে ধর্তব্যের মধ্যেই আনছে না সু্প্রিম কোর্ট(Supreme Court)। শুক্রবার পর্যন্ত সিবিআই হেফাজতের (CBI Custody) মেয়াদ বেড়েছে তাঁর তাই পি চিদম্বরমের আইনজীবীকে ফের অন্তর্বর্তী জামিন চেয়ে আবেদন করতে নিষেধ করেছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার বিচারপতি আর ভানুমতি ও এ এস বোপান্নার ডিভিশনবেঞ্চ পি চিদম্বরমের আবেদন শুনবেন। কেননা প্রবীণ কংগ্রেস নেতার বিরুদ্ধে একটি জামিন অযোগ্যধারায় মামলা রয়েছে। সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তিনি। সংশ্লিষ্ট মামলাটির শুনানি আগামী বৃহস্পতিবার। ওই একই দিনে সিবিআই আদালতেও পি চিদম্বরমের বিরুদ্ধে মামলার শুনানি রয়েছে। চিদম্বরম যে সিবিআই হেফাজতে রয়েছেন, তার মেয়াদ ফুরোচ্ছে বৃহস্পতিবার। তারপর কী হবে, সেদিনের সিবিআই আদালতের শুনানিতেই তা স্পষ্ট হতে চলেছে। সিবিআই আদালতের মামলাটিতে যে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নাক গলাবে না তা আজ জানিয়ে দেওয়া হয়েছে। আরও পড়ুন-পি চিদম্বরমকে ছেড়েও ছাড়ছে না সিবিআই, হেফাজতের মেয়াদ বাড়ল আরও ১ দিন
এদিকে তুষার মেহতা (Tushar Mehta) ইতিমধ্যেই সিবিআই আদালতকে মনে করিয়ে দিয়ে বলেছেন যে, সোমবার ঠিক কী নির্দেশিকা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সিবিআই আদালতে শুনানির আগেই পি চিদম্বরমের আইনজীবী সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়ে রাখবেন। যদি ফের এমনটা হয় তাহলে সিবিআই কর্তাদেরকে ২৪ ঘম্টার সময়সীমা বেঁধে দিতে পারে ট্রায়াল কোর্ট। এটি কখনও সঠিক পদ্ধতি হতে পারে না। একথা শোনার পর বেঞ্চ জানিয়েছে আগামী ৫ তারিখেই অন্তর্বর্তী জামিনের জন্য নতুন আবেদন করতে পারেন পি চিদম্বরম ওই একই দিনে সেই আবেদন শুনবে বিতাপকি আর ভানুমতি ও এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ। ততদিন পর্যন্ত সিবিআই হেফাজতই চিদম্বরমের অস্থায়ী ঠিকানা হতে চলেছে। এরপরেই তুষার মেহতা বলেন, যদি আমরা তাঁকে আর হেফাজতে না নিই, তবে আইন অবশ্যই নিজের কাজ করবে। তাহলে পি চিদম্বরমকে সিবিআই আর হেফাজতে নিতে চায় না।