Nongmeikapam Kotiswar Singh takes oath Photo Credit- X@

বিচারপতি অনিরুদ্ধ বোস ১০ এপ্রিল ২০২৪ এ এবং বিচারপতি এএস বোপান্না ১৯ মে, ২০২৪-এ অবসর নেওয়ার পরে দেশের সর্বোচ্চ বিচারালয়ে বিচারপতি পদে শূন্যপদগুলি তৈরি হয়েছিল। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে দুই বিচারপতি নিয়োগের অনুমোদন দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) অর্জুন রাম মেঘওয়াল এই তথ্যটি শেয়ার করে জানান জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের (পিএইচসি মণিপুর), নংমিকাপাম কোটিশ্বর সিং এবং মাদ্রাজ হাইকোর্টের বিচারক, আর মহাদেবনকে সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে নিযুক্ত করা হচ্ছে। আজ জম্মু ও কাশ্মীর ও লাদাখের প্রধান বিচারপতি নংমেইকাপাম কোটিশ্বর সিং সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।তাঁকে  শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।