
নয়াদিল্লি: হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয়ের (Ashoka University) সহযোগী অধ্যাপক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আলি খান মাহমুদাবাদের (Professor Ali Khan Mahmudabad) গ্রেফতারের বিরুদ্ধে আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্যের জেরে রবিবার পুলিশ অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে গ্রেফতার করে, তাঁর গ্ররফতারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়েছে। ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের একটি বেঞ্চ জানিয়েছে ২০ বা ২১ মে মামলাটির শুনানি হবে। আরও পড়ুন: Mamata Banerjee:'আমাকে কিছু জানানো হয়নি' কেন কেন্দ্রীয় প্রতিনিধি দল থেকে বাদ পড়ল ইউসুফ পাঠানের নাম? খোলসা করলেন মমতা
অধ্যাপক আলি খানের বিতর্কিত মন্তব্য ঘিরে দুটি পৃথক মামলা দায়েরের পর রবিবার হরিয়ানা পুলিশ দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে। আলি খানের বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।