ছাত্রীদের হোস্টেলে অযাচিতভাবে প্রবেশের চেষ্টা। যার ফলে গোপনীয়তা নষ্টের অভিযোগ উঠল কলেজের উপাচার্য জয় শঙ্কর সিংয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাটিয়ালায় রাজীব গান্ধী জাতীয় ল' ইউনিভার্সিটিতে (Rajiv Gandhi National University of Law)। আর তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ চালাচ্ছেন অসংখ্য মহিলা পড়ুয়া। মূলত উপচার্যের পদত্যাগের দাবিতেই চলছে এই বিক্ষোভ। তার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও হোস্টেলে মহিলাদের সুরক্ষার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। এবং পড়ুয়াদের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁদের অভিভাবকরাও। জানা যাচ্ছে, বিগত ৫ দিন ধরে এই বিক্ষোভ চালাচ্ছেন তাঁরা। তবে রাজ্য সরকার এবং শিক্ষা দফতর অভিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ।
এক বিক্ষোভকারী বলেছেন, "বিগত ৫ দিন ধরে আমরা প্রতিবাদ করছি। আর আজ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন এসে আমাদের সঙ্গে কথা বলছেন। আমরা আশাবাদী যে এবার আমাদের দাবিদাওয়া মানা হবে এবং পরিস্থিতি উন্নত হবে। গত দুই দিন ধরে তীব্র গরমে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের সুবিধার কথা বিন্দুমাত্র মাথায় রাখেনি প্রশাসন। এই তীব্র গরম ও জলের অভাবে বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন"।
প্রতিবাদীদের দাবি, "আমরা এখানে পড়াশুনো করতে এসেছি, প্রতিবাদ করতে নয়। আমাদের মধ্যে অনেককেই আন্দোলন তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যদি আন্দোলন না তোলা হল তাহলে তাঁদের কলেজ থেকে বহিস্কার করা হবে। এর বিরুদ্ধে রাজ্য সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত"।