Spicejet (Photo Credit:IANS)

কলকাতাঃ অবতণের আগেই ইঞ্জিনে আগুন কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) জরুরি অবতরণ স্পাইসজেটের বিমানের তবে যাত্রীদের সম্পূর্ণ অক্ষত অবস্থায় বিমান থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়তেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট

জানা গিয়েছে, রবিবার রাতে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল স্পাইসজেটের ওই বিমানটি কলকাতা আসার পথে বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি লক্ষ্য করেন বিমান চালক কলকাতা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে পরিস্থিতির কথা জানান পাইলট এরপরই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা বিমানবন্দরে জারি করা হয় জরুরি অবস্থা এরপর রাত ১১টা ৩৮ মিনিটে নিরাপদে কলকাতায় অবতরণ করে 'এসজি ৬৭০' বিমানটি তড়িঘড়ি যাত্রী এবং ক্রু-দের বিমান থেকে নামিয়ে আনা হয় রানওয়ের পাশেই মজুত ছিল অ্যাম্বুলেন্স, ফায়ার টেন্ডার এবং মেডিক্যাল টিম

প্রসঙ্গত, গত অক্টোবর মাসেও কলকাতা থেকে শ্রীনগরগামী ইন্ডিগো ফ্লাইটে এই একই ধরনের ঘটনা ঘটে জ্বালানী লিকেজ ধরা পড়ায় দ্রুত উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয় ইন্ডিগোর --৬৯৬১ বিমানটিকে

মাঝ আকাশে ইঞ্জিনে আগুন, তড়িঘড়ি কলকাতায় নামল স্পাইসজেটের বিমান