নয়াদিল্লি, ২৬ মে: রবিবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন লেহগামী অসংখ্য বিমানযাত্রী। এদিন সকাল ১০.২৯ নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পাইসজেটের (SpiceJet) বি৭৩৭ বিমানটি লেহ-র উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ১১টার মধ্যে সেটি আবার দিল্লি বিমানবন্দরে ফেরত আসে। জানা যাচ্ছে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি পাখি বিমানের দ্বিতীয় ইঞ্জিনে ধাক্কা মারে। যার ফলে সেটি ভালোই ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু পাইলট কোনও ঝুঁকি না নিয়ে ঠাণ্ডা মাথায় ফ্লাইটটি ফিরিয়ে আনেন।
স্পাইসজেটের এক আধিকারিক জানিয়েছেন, অপারেটিং এসজি-১২৩ ফ্লাইটের দ্বিতীয় ইঞ্জিন কার্যত অকেজো হয়ে গিয়েছে, এখন সেটি মেরামতির কাজ চলছে। যদি সেটি আর কিছুক্ষণ আকাশে থাকতো তাহলে সম্ভবত আগুন লেগে যেত। কিন্তু বিমানচালক কোনও হটকারি সিদ্ধান্ত না নিয়ে সতর্কতার সাথে সাধারণ ল্যান্ড করায় বিমানটি। এই সময় বেশিরভাগ বিমানচালকই এমার্জেন্সি ল্যান্ডিং করেন। কিন্তু তিনি সাধারণ ভাবেই বিমানটি রানওয়েতে নামায়। সূত্রের খবর, সমস্ত যাত্রীই সুরক্ষিত রয়েছেন।
On Sunday, a SpiceJet B737 aircraft operating SG-123 from Delhi to Leh returned back to Delhi after suffering a bird hit on engine 2. The aircraft landed back safely in Delhi and passengers were deplaned normally. The aircraft made a normal landing and not an emergency landing:… pic.twitter.com/2IWOeDP9vZ
— IANS (@ians_india) May 26, 2024
গত সপ্তাহে এয়ার ইন্ডিয়ার একটি এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানকে যান্ত্রিক গোলোযোগের কারণে জরুরি অবতরন করতে হয়েছিল। ১৭ মে দিল্লি থেকে ১৭৫ জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট রওনা দিয়েছিল, কিন্তু এয়ার কন্ডিশন ইউনিটে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করতে হয়। এর দু'দিন পর বেঙ্গালুরু বিমানবন্দর থেকে কোচির উদ্দেশ্যে ১৭৯ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। সেই সময় ডানদিকের একটি ইঞ্জিনে আগুন লাগার কারণে জরুরি অবতরণ করতে হয়েছিল। তবে প্রতিবারই যাত্রীদের সুরক্ষিতভাবে বিমান থেকে বের করে আনা হয়েছিল।