Sonia Gandhi (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। রবিবার রাতে দিল্লির (Delhi) স্যার ঙ্গারাম হাসপাতালে (Hospital) ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন কংগ্রেস নেত্রী। জানা গিয়েছে, পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সোনিয়া। গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের তত্ত্বাবধানে আছেন। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর চিকিৎসা করছে।

ফের অসুস্থ সোনিয়া, ভর্তি  হাসপাতালে

উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক বছরে বারে বারে অসুস্থ হয়ে পড়েন সোনিয়া। গত ৭ জুন মাচল প্রদেশের শিমলা সফরে গিয়ে অসুস্থ বোধ করেন। শিমলার ছারাব্রায় ব্যক্তিগত বাসভবনেই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন । সেখান থেকে তাঁকে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যান-সহ বেশ কয়েকটি মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেবার হাসপাতাল সূত্রে খবর পাওয়া যায়, স্বাভাবিকের থেকে রক্তচাপ বেড়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়। এছাড়া গত ফেব্রুয়ারিতেই পেটের সমস্যা নিয়ে রাজধানীর গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া। যদিও একদিন পরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সেবারও গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞদের তঁত্ত্বাবধানে ছিলেন তিনি।

অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে