শিলং-এ আনা হল সোনম রঘুবংশীকে (ছবিঃANI)

নয়াদিল্লিঃ এবার শিলং-এ আনা হল স্বামী রাজা রঘুবংশীকে (Raja Raghuvanshi)খুনে (Murder)অভিযুক্ত সোনম রঘুবংশীকে(Sonam Raghuvanshi)। মঙ্গলবার রাতেই সোনমকে নিয়ে শিলং পৌঁছন তদন্তকারী অফিসারেরা। গাজিপুর আদালত থেকে ট্রানজিট রিমান্ডে শিলং নিয়ে আসা হয়েছে সোনমকে। এরপরই শিলিং-এর গনেশ দাস হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্ত সোনমকে। সোনমকে অকুস্থলে নিয়ে গিয়ে ঘটনা পুননির্মাণ করার পরিকল্পনা রয়েছে পুলিশের। বুধবারই, সোনমকে তোলা হবে শিলং আদালতে।

তদন্তের স্বার্থে শিলং-এ আনা হল সোনম রঘুবংশীকে

উল্লেখ্য, উত্তরপ্রদেশের গাজিপুর থানায় আত্মসমর্পণ কওরে সোনম। তাকে গ্রেফতার করে নন্দগঞ্জ থানার পুলিশ। এরপরই সোনমকে মেঘালয়ে নিয়ে আসার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানানও হয়। আদালতে সেই আবেদন মঞ্জুর হওয়ার পরই তাকে মেঘালয়ে নিয়ে আসা হয়। গাজিপুর থেকে প্রথমে পাটনায় নিয়ে আসা হয় সোনমকে। সেখান থেকে বিমানে কলকাতা। এরপর কলকাতা থেকে গুয়াহাটি হয়ে সোজা শিলং-এ পা। এই গোটা যাত্রাপথে তেমনভাবে কোনও কথা বলেনি সোনম রঘুবংশী, এমনটাই পুলিশ সূত্রে খবর। এদিন রাতে প্রথম শিলং-এর সদর থানায় নিয়ে যাওয়া হয় সোনমকে। রাতেই শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় গনেশ দাস হাসপাতালে। উল্লেখ্য, বিয়ের পর গত ২১ মে হানিমুনে মেঘালয় আসেন সোনম ও স্বামী রাজা। এরপর গত ২ জুন শিলং-এর সোহরা জেলার একটি খাদের ধার থেকে উদ্ধার হয় রাজার দেহ। তারপর থেকে নিখোঁজ ছিল সোনম। অবশেষে গত ৯ জুন আত্মসমর্পণ করে সোনম। প্রেমিক রাজ কুশাওয়াহার সঙ্গে পরিকল্পনা করে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন করায় সোনমই।

কীভাবে খুন করা হয় স্বামী রাজা রঘুবংশীকে? ঘটনা পুননির্মাণের জন্য মেঘালয়ে আনা হল সোনমকে