লখনউ, ৪ অক্টোবর: গুরুতর অসুস্থ হয়ে অক্সিজেন সাপোর্টে রয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষত্র ট্রাস্টের (Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust) প্রধান মহান্ত নৃত্যগোপাল দাস (Mahant Nritya Gopal Das)৷ আচমকা অক্সিজেন কমে যাওয়ায় রবিবার সন্ধ্যায় মহান্তকে লখনউের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়৷ এই প্রসঙ্গে মহান্তর সহযোগী কমল নয়ন দাস জানিয়েছেন, অসুস্থ নৃত্যগোপাল দাসকে প্রথমে ফৈজাবাদ জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে যখন তাঁকে মেদান্ত হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে, তখন তিনি বলেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে৷ তবে শেষপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মহান্তর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল৷ আরও পড়ুন- Coronavirus Cases In India: ১০০ কোটি থেকে সামান্য দূরে টিকাকরণ পরিসংখ্যান, দেশে নিম্নমুখী করোনা সংক্রমণ
এই প্রসঙ্গে লখনউ মেদান্ত হাসপাতালের ডিরেক্টর অধ্যাপক রাকেশ কাপুর বলেন, “মহান্তকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে৷ ইউরোলজি ও ক্রিটিকাল কেয়ার বিভাগ তাঁর চিকিৎসা করছে৷ প্রস্রাবের সমস্যা ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাঁর৷ এই ঘটনাই বুঝিয়ে দেয় যে মহান্তর শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে সংক্রমণ ছড়িয়েছে৷ আমরা আরও পরীক্ষার ব্যবস্থা করেছি৷ বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল৷”
গতবছর সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে মাসের পর মাস এই মেদান্ত হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন ৮৩ বছরের নৃত্যগোপাল দাস৷ করোনার জেরে তাঁর ফুসফুসে রক্ত জমাট বেঁধে গিয়েছিল৷ পরে সুস্থ হয়ে মঠে ফিরে গিয়ে কঠোর কোভিড বিধিতে নিজেকে অভ্যস্ত করে তুলেছিলেন৷ এমনকী, মঠের বাইরে কোনও সমাবেশ যেমন যাননি৷ তেমনই ভক্তকুলকে দর্শনও দেননি৷