ইন্দ্রাণী মুখার্জি (Photo Credit: PTI)

মুম্বই, ২৩ ডিসেম্বর: এবার জেলে দোষিদের পোশাক পরা থেকে অব্যাহতি চাইলেন শিনা বোরা (Sheena Bora) হত্যা মামালায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জি। ইতিমধ্যেই সবুজ শাড়ি পরা থেকে মুক্তি চেয়ে সিবিআই কোর্টের দ্বারস্থ হয়েছেন ইন্দ্রাণী মুখার্জি। ইতিমধ্যেই এই আবেদনের উত্তর দিতে বাইকুল্লা জেলকে নির্দেশ দিয়েছে সিবিআই আদালত। আবেদন ইন্দ্রাণী মুখার্জি জানিয়েছেন, জেল কর্তৃপক্ষ তাঁকে বন্দিদের জন্য নির্দিষ্ট সবুজ রঙের শাড়ি পরার নির্দেশ দিয়েছে। যদিও তিনি বিচারাধীন বন্দি। আগামী ৫ জানুয়ারি সেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।  আরও পড়ুন-Coronavirus Cases In West Bengal: রাজ্যে ফের করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, স্বাস্থ্য দপ্তরের চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর হার

২০১২ সালে ইন্দ্রাণী মুখার্জির প্রথম পক্ষের মেয়ে শিনা বোরা খুন হন। রায়গড় জেলার কাছে মাটির তলা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, গাড়ির মধ্যে গলা টিপে শিনা বোরাকে হত্যাকরা হয়। তারপর প্রমাণ লোপাটের জন্য তাঁর দেহ জঙ্গলের মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল। ২০১৫-তে শিনা বোরা হত্যাকাণ্ড প্রচারের আলোয় আসে। তদন্তে নেমে মুম্বই পুলিশ মৃতার মা ইন্দ্রাণী মুখার্জি, তাঁর গাড়িচালক স্বয়ম্ভর রাই ও প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নাকে গ্রেপ্তার করে। পরে মুম্বই পুলিশের হাত থেকে তদন্তভার চলে যায় সিবিআই-এর হাতে।