Representational Image (File Photo)

নয়াদিল্লিঃ ফের খবরের শিরোনামে বিহার(Bihar)। সাত বছর বয়সী শিশুকে খুনের (Murder) অভিযোগ। ঘটনাটি ঘটেছে বিহারের হাজিপুরের গোপালপুর চৌকের কাছে। একটি বেসরকারি ছাত্রাবাসের কাছে একটি গাড়ি থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার হয়। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। এই ঘটনায় সদর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) গোপাল মণ্ডল বলেছেন, "খুনের জায়গাটি (ক্রাইম সিন) ফরেনসিক দল পরীক্ষা করে দেখছে। আমরা হোস্টেলের সিসিটিভি ক্যামেরার ছবিও যাচাই করছি।" এছাড়া হোস্টেলে উপস্থিত সকলকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ ইতিমধ্যেই মোট পাঁচজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে। এই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই হোস্টেলটিতে ভাঙচুর চালায় স্থানীয়রা। । মৃত শিশুর পরিবারের দাবি, তাঁর গলা কেটে খুন করা হয়েছে। ইতিমধ্যেই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে হোস্টেলের সিসিটিভি ফুটেজ।

গাড়ি থেকে উদ্ধার শিশুর গলা কাটা দেহ