ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) চাঞ্চল্যকর ঘটনা যাত্রীকে কলার ধরে ট্রেন থেকে নামানোর অভিযোগ সিঙারা বিক্রেতার বিরুদ্ধে শুধু তাই নয়, মাত্র ২০ টাকার খাবারের বদলে যাত্রীর দু'হাজার টাকা মূল্যের স্মার্টওয়াচ কেড়ে নেওয়ার অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে

গত ১৭ অক্টোবর ঘটনাটি ঘটেছে জব্বলপুর স্টেশনের নম্বর প্ল্যাটফর্মে অভিযোগ, ওই সিঙাড়া বিক্রেতার কাছ থকে সিঙাড়া কেনেন ওই ব্যক্তিসিঙাড়া কিনে অনলাইনে দাম দিতে গেলে ট্রেন চলতে শুরু করে বিক্রেতাকে যাত্রীকে বলেন পরে টাকা মিটিয়ে দেবেন এতেই চটেন বিক্রেতা কলার ধরে যাত্রীকে চলন্ত ট্রেন থেকে টেনে নামান তিনি যুবক হাত জোর করে অনুরোধ জানান তিনি পরে টাকা দিয়ে দেবেন কিন্তু তাঁর কোনও কথাই শুনতে চাননি বিক্রেতা অভিযোগ, তাঁর হাতের স্মার্টওয়াচটিও ছিনিয়ে নেন ওই বিক্রেতা ভাইরাল হয় ওই মুহূর্তের ভিডিয়ো গোটা ঘটনাটি দেখে হতবাক হয়ে যান প্ল্যাটফর্মে উপস্থিত অন্য যাত্রীরা

এই ভিডিয়োটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ অভিযুক্ত বিক্রেতার লাইসেন্স বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর শুধু তাই নয়, ওই বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে আরপিএফ

অনলাইন পেমেন্টে সমস্যা, যাত্রীকে চলন্ত ট্রেন থেকে কলার ধরে নামালেন সিঙাড়া বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো