গুরুগ্রাম, ২৬ সেপ্টেম্বরঃ ফাঁকা ফ্ল্যাটে ঢুকে তরুণীকে ধর্ষণের চেষ্টা নিরাপত্তাক্ষীর। সেই চেষ্টা ব্যর্থ হলে ক্ষুদ্ধ নিরাপত্তারক্ষী স্ক্রু ড্রাইভার দিয়ে তরুণীকে ক্ষতবিক্ষত করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় ২৫ বছরের মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আজ মঙ্গলবার গুরুগ্রাম (Gurugram) সেক্টর ৯২-এ অবস্থিত সারা হোমস সোসাইটির ঘটনায় আতঙ্কে অন্যান্য আবাসিকরা।
আরও পড়ুনঃ প্রেমিকার বান্ধবীর সঙ্গে সঙ্গমে আপত্তি, যুবকের গোপনাঙ্গে কামড় ক্ষিপ্ত তরুণীর
মহিলার স্বামী উত্তরপ্রদেশ (Uttar Pradesh) কানপুর নিবাসী সতেন্দ্র সিং জানান, ঘটনার সময়ে ফ্ল্যাটে একাই ছিলেন তাঁর স্ত্রী। বারান্দায় রক্ষণাবেক্ষণের অভিযোগের অজুহাতে সোসাইটির ওই নিরাপত্তারক্ষী তাঁদের ফ্ল্যাটে ঢুকে পড়ে। তাঁর স্ত্রীকে পিছন থেকে চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। সে বাধা দিলে স্ক্রু ড্রাইভার দিয়ে তাঁর ঘাড়ে, হাতে ও পায়ে হামলা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, সোসাইটির সিকিউরিটি অফিসার আহত মহিলার স্বামীকে খবর দেন। রক্তাক্ত মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত এতটাই গুরতর যে পুলিশের সঙ্গে কোনরকম কথোপকথনের যাওয়ার অবস্থায় নেই ওই তরুণী। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নিরাপত্তারক্ষীর খোঁজে তদন্ত শুরু হয়েছে।