Sameer Wankhede: মাদকচক্রে আরিয়ানকে মুক্তির জন্যে শাহরুখের থেকে ২৫ কোটি ঘুষ নেন সমীর, অভিযোগের তদন্তে ইডি
Shah Rukh Khan, Aryan Khan, Sameer Wankhede (Photo Credits: X)

মুম্বই, ১০ ফেব্রুয়ারিঃ মুম্বইয়ের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওয়াংখেড়ের বিরুদ্ধে ইডির অভিযোগ, ২০২১ সালে অভিনেতার শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান মাদক মামলায় (Aryan Khan Drug Case) জড়িয়ে পরেছিলেন। সেই মামলা থেকে আরিয়ানকে মুক্তি দেওয়ার জন্যে অভিনেতার থেকে সমীর ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বলে দাবি করছে তদন্তকারী সংস্থা। প্রাক্তন এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে ইডি (Enforcement Directorate)।

সূত্রের খবর, সমীর ছাড়াও আরও দুই এনসিবি অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ সামনে এসেছে। জিজ্ঞাসাবাদের জন্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্বারা শীঘ্রই তলব করা হবে তাঁদের। আরিয়ান খানকে মাদকচক্রে গ্রেফতারির মামলায় সমীরের বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আগেই উঠেছিল। সেই ঘটনায় সিবিআই তদন্ত শুরু করে সমীরের বিরুদ্ধে। সিবিআই তদন্তের মাঝে নতুন করে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে ইডি। পিএমএলএ (প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট) আইনে মামলা দায়ের করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে এনসিবি প্রাক্তন আধিকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠাবে ইডি।