জাপোরিঝঝিয়া (Zaporizhzhia): ইউক্রেনে (Ukraine) ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কমপক্ষে ১৭ জনকে হত্যা করল রাশিয়া (Russia)। মৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ইউক্রেনের শিল্পাঞ্চল (industrial town) এলাকা জাপোরিঝঝিয়ায় (Zaporizhzhia)।
Another russian missile strike on the city of Zaporizhzhia. 17 civilians were killed.
If #UAarmy had modern Western anti-missile systems, we could have prevented such tragedies. pic.twitter.com/6mTHlFshF9
— Defense of Ukraine (@DefenceU) October 9, 2022
ইউক্রেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই লাগাতার ক্ষেপণাস্ত্র (missiles) হামলা করছে রাশিয়া। এর ফলে শনিবার পর্যন্ত ওই এলাকায় ১৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশুও রয়েছে। শহরের কেন্দ্রস্থলে যেখানে জনবসতি বেশি রয়েছে সেখানেই সাতটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়ার সেনাবাহিনী। যার মধ্যে তিনটি একদম শহরের মাঝখানে এসে পড়ে।
Zaporizhzhia tonight. The Russians fired missiles at residential buildings. The number of victims remains unknown.
just civilians who were sleeping peacefully in their homes. Who will never wake up again..
#ukraine #Zaporizhzhia #ZaporizhiaisUkraine #Zaporizhzhya #zp pic.twitter.com/5RuMaK1ubJ
— Liubov Bondarenko🇺🇦 (@LiubovBon) October 9, 2022
এই ঘটনার তীব্র নিন্দা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইচ্ছাকৃতভাবে জাপোরিঝঝিয়া শহরকে লক্ষ্য করে বারবার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এর ফলে প্রাণ হারাচ্ছেন নিরীহ ও সাধারণ মানুষ। গত সপ্তাহেও একটি যাত্রীবোঝাই গাড়িতে হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জনকে হত্যা করে রাশিয়ান সেনা।
Almost 10 russian missile strikes on Zaporizhzhia last night killed at least 17 innocent people. They were sleeping at homes. This is Europe in the 21st century. one nazi state terrorizes and destroys its peaceful neighbour just because it can. Nobody stops this f*cking terrorist pic.twitter.com/saQtFuiuc9
— Olena Halushka (@OlenaHalushka) October 9, 2022