নয়াদিল্লি : রাশিয়ান মহাকাশ সংস্থা (Roscosmos ) ১৯৭৬ সালের পর অর্থাৎ ৪৭ বছর পর প্রথমবারের মতো চাঁদে তাদের চন্দ্র অভিযান পাঠিয়েছে। লুনা-২৫ (Luna-25) ল্যান্ডার মিশনটি আজ (১১ আগস্ট) ভোর ৪.৪০ মিনিটে আমুর ওব্লাস্টের ভোস্টনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়। রুশ বিজ্ঞানীরা মনে করছেন ২১ আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে লুনা -২৫। চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর দুদিন আগে অবতরণ করবে। আরও পড়ুন : Chandrayaan-3 Mission: অনায়াসেই চতুর্থ কক্ষপথ পেরিয়ে গেল চন্দ্রযান-৩, জানাল ইসরো (দেখুন ছবি)
লুনা-২৫ ল্যান্ডারটি Soyuz 2.1b রকেট দিয়ে লঞ্চ করা হয়। একে লুনা গ্লোব মিশনও বলা হয়। এই রকেটটি প্রায় ৪৬.৩ মিটার লম্বা, ব্যাস ১০.৩ মিটার এবং ওজন ৩১৩ টন। লুনা-২৫ ল্যান্ডারটি সম্পূর্ণরূপে রাশিয়ায় তৈরি হয়েছে।
দেখুন টুইট
Russia launches Luna-25 mission to Moon, its first lunar lander in 47 years
Read @ANI Story | https://t.co/FQBzV9HJJm#Russia #Luna25 #Moon pic.twitter.com/1nKK0s411Z
— ANI Digital (@ani_digital) August 11, 2023