নয়াদিল্লিঃ টানা বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত দিল্লি। ফুঁসছে যমুনা(Yamuna River)। বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা। পুরোনো রেলওয়ে ব্রিজে জলস্তর পৌঁছেছে ২০৪.৮৮ মিটারে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিল্লিজুড়ে জারি হয়েছে সতর্কতা।
অন্যদিকে যমুনার জল বাড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতির উপরে স্থানীয় প্রশাসন ও সেচ দফতর। অন্যদিকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ও বারাণসীতেও অতিবৃষ্টির ফলে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বিশেষ করে গঙ্গার জল বেড়ে আতঙ্ক ছড়িয়েছে বারাণসীতে। বন্ধ করে দেওয়া হয়েছে বহু ঘাট। আপাতত বন্ধ নৌকা চলাচল। শনিবার থেকেই বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে গঙ্গার জল। বৃষ্টির জেলে জলমগ্ন উত্তরপ্রদেশের ১৭ টি জেলা। পরিস্থিতি সামাল দিতে তৎপর যোগী প্রশাসন। ইতিমধ্যেই জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রশাসনকে সবরকম সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে।
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ফুঁসছে যমুনা, আতঙ্কে দিল্লিবাসী
Yamuna crosses warning mark in Delhi after heavy monsoon rainfall https://t.co/n0t4SgUw51
— MillenniumPost (@mpostdigital) August 7, 2025