উত্তরাখণ্ড: যে সব ব্যক্তিরা লিভ-ইন সম্পর্কে (Live-In Relationships) আছেন বা থাকার পরিকল্পনা করছেন তাঁদের উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড (Uttarakhand Civil Code) আইনে তালিকাভুক্ত করার কথা জানাল। যারা নিয়ম মানবেন না তাঁদের ছয় মাসের জেল এবং ২৫০০০ টাকা জরিমানা বা উভয়ই হতে পারে।
আরও পড়ুন: Deepika-Ranveer Video: বেলজিয়াম বেড়াতে গিয়ে দীপিকা ব্যস্ত শপিংয়ে, রণবীর চললেন পিছু পিছু
মঙ্গলবার উত্তরাখণ্ড রাজ্য বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড বিল পেশ করা হয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিলটি উপস্থাপন করেন, ঘোষণা করেন যে সব ব্যক্তিরা লিভ-ইন সম্পর্কে থাকতে চান তাঁদের নিজেদের বিষয়টি নতিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যদি ২১ বছরের কম বয়সী ব্যক্তিরা একসঙ্গে থাকতে চান তাহলে তাঁদের ক্ষেত্রে তাঁদের বাবা-মায়ের সম্মতির প্রয়োজন হবে।