Rare Super Blue Moon (Photo Credit Twitter)

নয়াদিল্লি: আজ আকাশে দেখা যাচ্ছে সুপার ব্লু মুন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নেটিজিনরা বিরল সুপার ব্লু মুনের (Super Blue Moon) কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন। ভারতের আকাশে আজ রাত ৯:৩৭ এর পরে এই নীল চাঁদ দেখা যাবে। আপনি খালি চোখে সুপারমুন দেখতে পারেন, আজ চাঁদ স্বাভাবিক আকারের চেয়ে অনেক বড় হবে।

ব্লু মুন বা নীল চাঁদ কি?

নীল চাঁদ নামটি রঙের নামে হলেও এটি আসলে তার চেহারার কারণে নয়। নামটি এসেছে চাঁদের ফ্রিকোয়েন্সির কারনে। নাসার তথ্য অনুসারে, নীল চাঁদ হলো একটি পূর্ণিমা যা একই মাসে দুবার দেখা যায়। চাঁদের চক্র ২৯.৫ দিন। তাই সাধারণত পূর্ণিমা এক মাসে একবার দেখা যায়। তবে যখন এই পূর্ণিমা এক মাসে দুবার ঘটে তখনই এটিকে নীল চাঁদ হিসাবে উল্লেখ করা হয়। ভারতে আগষ্টের ১ তারিখে পূর্ণিমা ছিল এবং দ্বিতীয়টি আজ অর্থাৎ ৩০ আগস্ট। ‘নাসা’ সূত্রে খবর, এমন বিরল ঘটনা আবার এক জোড়ায় ঘটবে ২০৩৭ সালের জানুয়ারী ও মার্চ মাসে।

পৃথিবীর বিভিন্ন প্রান্তের ব্লু মুনের আশ্চর্য সুন্দর দৃশ্যগুলি দেখে নেওয়া যাক