নয়া দিল্লি, অগাস্টঃ পাক গৃহবধূ সীমা হায়দার (Seema Haider) এখন নয়ডার সচিন মিনার স্ত্রী। প্রেমের টানে পাকিস্থান (Pakistan) থেকে অবৈধ ভাবে চার সন্তানকে নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন সীমা। তাঁর জন্যে হাজতবাসও করতে হয়েছিল তাঁকে। তবে অতীতের সমস্ত কিছু ভুলে সীমা এখন পুরোদস্তুর সচিনের স্ত্রী হয়ে উঠেছেন। সামনেই রাখি পূর্ণিমা (Raksha Bandhan 2023)। তাই রাখি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর জন্যে রাখি পাঠালেন সীমা। তবে কেবল নরেন্দ্র মোদীই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ শীর্ষ মন্ত্রীদের জন্যে রাখি পাঠিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা শেয়ার করে দেশের শীর্ষ স্থানীয় মন্ত্রীদের উদ্দেশ্যে রাখি পাঠিয়েছেন সে কথা নিজের মুখেই জানালেন সীমা। বললেন, 'আগে থেকেই পাঠিয়ে দিলাম, যাতে রাখি পূর্ণিমার দিন আমাদের সকলের প্রিয় দাদাদের কাছে তা পৌঁছে যায়। যাদের কাঁধে দেশের দায়িত্ব রয়েছে'।
সীমার ভিডিয়ো বার্তা...
सीमा हैदर का नया वीडियो...जय श्री राम... नरेंद्र मोदी जी, योगी जी, राजनाथ जी और अमित शाह जी सभी को राखी भेज दी है। ये महिला भारत की नागरिकता लेकर रहेगी।#SeemaSachin #SeemaHaider pic.twitter.com/s17ackM6lZ
— Shyam Dwivedi (@shyamjilive) August 22, 2023
এদিকে প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) রাখি বাঁধতে ইতিমধ্যেই দিল্লিতে এসে পৌঁছেছেন মোদীর পাকিস্তানের রাখি বোন কামার মহসিন শেখ। পাকিস্তানের মহসিন বিবাহসূত্রে ভারতের বাসিন্দা। বিগত ৩০ বছর ধরে 'পাকিস্তানি' বোনের কাছে রাখি পরছেন মোদী। মাঝে দু বছর করোনার জন্যে সেই ছন্দে পতন ঘটেছিল। তাই এবার রাখির আগেই গুজরাটের আহমেদাবাদ থেকে দিল্লিতে (Delhi) হাজির হয়েছেন মোদীর পাকিস্তানের রাখি বোন কামার মহসিন শেখ।