Photo Credit ANI

মহিলাদের ওপর হওয়া অত্যাচার নিয়ে মুখ খুলেছিলেন বিধানসভায়, তার জের পদ খোয়াতে হয়েছিল মন্ত্রী রাজেন্দ্র সিং গৌড়াকে। এবার মণিপুর বিতর্কে রাজস্থানের মহিলাদের আক্রমনের প্রসঙ্গ উঠে আসায় মুখ খুললেন প্রাক্তন এই মন্ত্রী। যদিও তাকে বরখাস্ত করা হলেও এই বিষয়ে ক্ষমা প্রার্থনা তিনি করেননি বলে জানিয়েছেন রাজেন্দ্র সিং গৌড়া।

এপ্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, "কেন আমি ক্ষমা চাইতে যাব?আমার কি দোষ আছে।আমি ভুল কিছু বলিনি।মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা রাজ্যে বাড়ছে।এটা নিয়ে আমি জবাব দিতাম।আমাদের এই বিষয়ে বলা বারণ ছিল। কিন্তু এখন আমি স্বাধীন।"

শুক্রবার গৌড়া তার দলের সমালোচনা করে মহিলাদের ওপর হওয়া অত্যাচার নিয়ে মুখ খুলেছিলেন। যার জেরে তাঁকে ক্যাবিনেট থেকে সরিয়ে দেওয়া হয়।

বিধানসভায় বক্তব্য রাখাকালীন তিনি জানান মহিলাদের সুরক্ষার ব্যাপারে এই সরকার ব্যার্থ।মণিপুরের দিকে তাকানো বাদ দিয়ে আমাদের দেখা উচিত কেন রাজস্থানে মহিলাদের ওপর আক্রমনের ঘটনা বাড়ছে।

মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে তিনি জানান যে তাঁকে বরখাস্ত করার আগে নিজের পদত্যাগ করার কথাটা ভাবা উচিত ছিল মুখ্যমন্ত্রীর।