নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ভোট কারচুপি ও অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বিশেষ করে কর্ণাটকের বেঙ্গালুরু (Bengaluru) সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা বিধানসভা আসনে ১,০০,২৫০টি জাল ভোটারের নাম তালিকায় যুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস এই কেন্দ্রে ৬,২৬,২০৮ ভোট পেয়েছিল, যেখানে বিজেপি ৬,৫৮,৯১৫ ভোট পেয়ে ৩২,৭০৭ ভোটের ব্যবধানে জয়ী হয়। তবে মহাদেবপুরায় দুই দলের ভোটের ব্যবধান ছিল ১,১৪,০৪৬, যা থেকে তিনি দাবি করেন যে প্রায় এক লক্ষ ভোট চুরি হয়েছে।
রাহুল গান্ধী আরও অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশ করে এই কারচুপি করেছে। তিনি এই ঘটনাকে ‘গণতন্ত্রের উপর আক্রমণ’ এবং ‘ভোট চুরি’ বলে অভিহিত করেছেন। এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। আরও পড়ুন : Rahul Gandhi: ভুয়ো ভোটার দিয়ে ভোট জিতছে বিজেপি, রাহুলের তোলা অভিযোগে তথ্যপ্রমাণ পেশের দাবি জানাল নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা রাহুলের দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে। কর্ণাটকের মুখ্য নির্বাচনী অফিসার রাহুলকে ৮ আগস্ট দুপুর ১টা থেকে ৩টার মধ্যে দেখা করার জন্য সময় দিয়েছেন এবং তাঁকে নির্বাচক নিবন্ধন বিধির ২০(৩)(বি) ধারা অনুযায়ী শপথপত্রে স্বাক্ষর করে ভুয়ো ভোটারদের পার্ট ও সিরিয়াল নম্বরসহ প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কমিশন সতর্ক করেছে যে, মিথ্যা তথ্য প্রদান করলে রাহুলের বিরুদ্ধে মামলা করা হবে।
বেঙ্গালুরুর সমাবেশে রাহুল গান্ধী কী ধরনের প্রমাণ উপস্থাপন করেন এবং নির্বাচন কমিশন এর জবাবে কী পদক্ষেপ নেয়, তা এই বিতর্কের পরবর্তী দিক নির্ধারণ করবে। তবে, বর্তমানে উভয় পক্ষই তাদের অবস্থানে অনড় রয়েছে।