Raghav Chadha (Photo Credits: ANI)

শুক্রবার বাদল অধিনেশনের (Moonsoon Seession on Parliament 2023) শেষ দিনে সাংসদ পদ খোয়ালেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। রাজ্যসভা থেকে আপ সাংসদকে অনির্দিষ্টকালের জন্যে বরখাস্ত করলেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। চার সাংসদের সই নকল করার অভিযোগ উঠেছে রাঘবের বিরুদ্ধে। অনুমতি না নিয়ে প্যানেলে চারজন সাংসদের নাম উল্লেখ করেছিলেন তিনি। তার ভিত্তিতে 'জালিয়াতি'র অভিযোগ তুলে স্বাধিকার ভঙ্গের কারণ দেখিয়ে এদিন রাঘবকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করেছেন চেয়ারম্যান। গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি অধির রঞ্জন চৌধুরীকেও সাংসদ থেকে বরখাস্ত করেছেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। সেই নিয়ে উত্তাল পরিস্থিতির মাঝে আজ শুক্রবার আপ সাংসদের সাসপেনশনের ঘোষণা সংসদের আবহাওয়াকে আরও বিচলিত করেছে। চলতি বাদল অধিবেশনে রাঘবকে নিয়ে মোট তিন জন আপ সাংসদকে সাসপেন্ড করা হল।

কেন তাঁকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল? কী অপরাধ ছিল তাঁর? সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা শেয়ার করে নিজের স্বপক্ষে যুক্তি রাখলেন রাঘব। তাঁর প্রশ্ন, 'আমার অপরাধ কী এটাই যে আমি বিজেপির বড় বড় নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলেছি? নাকি দিল্লি পরিষেবা বিলের প্রতিবাদ করা আমার অন্যায়? বিজেপিকে আয়না দেখানোটাই কি তাহলে আমার অপরাধ হয়েছে?' রাঘবের কথায় বিরোধীহীন সংসদ চায় বিজেপি (BJP)। সংসদে বিরোধীদের বলার সুযোগ এভাবেই ছিনিয়ে নিচ্ছে তারা। তাঁদের বক্তব্যের সময়ে মাইক বন্ধ

করে দেওয়া হচ্ছে।

শুনুন রাঘবের বক্তব্য... 

কংগ্রেসের অধীর চৌধুরীর সাসপেনশনের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, 'বিজেপি চায় কেউ যেন প্রশ্ন না তোলে। যে তুলবে তাকেই সাসপেন্ড করা হবে'। তিনি জানিয়েছেন, সত্যের সঙ্গে এই মিথ্যে অপবাদের বিরুদ্ধে লড়বেন।