নয়াদিল্লিঃ কথাতেই আছে 'ড্রাগের(Drug) নেশা সর্বনাশা।' এ কথা আরও একবার প্রমাণ হয়ে গেল পঞ্জাবের (Punjab) একটি ঘটনায়। এবার নেশার জন্য কোলের সন্তানকে বিক্রি করে দিলেন দম্পতি। মাদক কেনার জন্য স্ক্র্যাপ ডিলারের কাছে ১.৮ লক্ষ টাকার বিনিময়ে সন্তানকে বিক্রি করেন ওই দম্পতি। শিশুর মামীর তৎপরতায় ঘটনাটি প্রকাশ্যে আসে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পঞ্জাবের আকবরপুর খুদাল গ্রামে।
পঞ্জাবে চাঞ্চল্যকর ঘটনা, নেশার টাকা জোগাতে সন্তানকে বিক্রি বাবা-মায়ের
স্থানীয় সূত্রে খবর, শিশুটির বাবা-মার নাম সন্দীপ সিং এবং গুরমান কৌর। তাঁরা বেকার ছিলেন। এছাড়া মাদকাসক্ত ছিলেন সন্দীপ ও গুরমান। তাই নিত্য নেশা করার জন্য টাকার প্রয়োজন পড়ত। সেই সঙ্গেই সন্তানের ঠিকমতো পরিচর্যা করতে পারছিলেন না তাঁরা। তাই শেষমেশ শহরের এক স্ক্র্যাপ ডিলারের পরিবারকে বিক্রি করে দেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এই দম্পতির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩ (৪) ও মানব পাচারেরে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় বাবা-মা সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক এক অভিযুক্ত। তার খোঁজ চলছে। এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পঞ্জাব প্রশাসন।
ড্রাগের নেশায় কোলের সন্তানকে বিক্রি মাদকাসক্ত দম্পতির
Punjab: Mansa police arrest an unemployed couple and a scrap dealer for allegedly trafficking their six-month-old son over financial hardship. The baby has been rescued and placed in a state-approved orphanage
Read more: https://t.co/DL1MaeGwWw pic.twitter.com/O9foGzENpv
— Hindustan Times (@htTweets) October 25, 2025