প্রয়াত পঞ্জাবি সংগীত শিল্পী সিধু মুসে ওয়ালার (Sidhu Moose Wala) পরিবারের সঙ্গে দেখা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Punjab CM Bhagwant Mann)। আজ মানসা জেলায় সিধুর বাড়িতে যান মান। ২৯ মে রবিবার বিকেলে শুভদীপ সিধু বা সিধু মুসে ওয়ালাকে গুলি করে হত্যা করা হয়।

দেখুন ছবি: