পুনে, ১৬ মার্চঃ স্ত্রী এবং সন্তানকে শ্বাসরোধ করে খুন করলেন পুনের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার (Pune Software Engineer)। স্ত্রী এবং ছেলেকে খুন করে নিজে আত্মহত্যা করেন অভিযুক্ত। বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে পরিবারের তিন সদস্যের মৃতদেহ।
পুলিশ সূত্রে খবর, ৪৪ বছরের পুনের (Pune) সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুদীপ্ত গাঙ্গুলি নিজের স্ত্রী প্রিয়াঙ্কা (৪০) এবং ৮ বছরের ছেলেকে প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুখ বেধে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন। বুধবার তাঁদের বাড়ি থেকে বাবা মা এবং সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, সুদীপ্তর ভাই থাকেন ব্যাঙ্গালুরুতে (Bengaluru)। ঘটনার দিন সকাল থেকে সে দাদাকে ফোন করছেন। কিন্তু কেউ ফোন ধরছে না দেখে সন্দেহ হয় তাঁর। দাদার বাড়ির কাছেই তাঁর এক বন্ধু থাকেন। বন্ধুকে তিনি বলেন দাদার বাড়ি গিয়ে একবার দেখতে সেখানে সব কিছু ঠিক আছে কিনা। ওই বন্ধু গিয়ে দেখেন তাঁদের ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ রয়েছে। বহু ডাকাডাকি করেও কারুর সাড়া না পেয়ে সে পুলিশের কাছে নিখোঁজের মামলা দায়ের করেন।
এরপর তদন্তে নেমে ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে পুলিশ ভিতরে ঢুকে দেখেন ঝুলছে সুদীপ্তর মৃতদেহ। প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুখ বাধা অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী প্রিয়াঙ্কা এবং ছেলের মরদেহ। যদিও ঘর থেকে কোন সুইসাইড নোট খুঁজে পায়নি পুলিশ।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে দিয়েছিলেন সুদীপ্ত। নিজের ব্যবসা খোলার জন্যেই চাকরি ছেড়েছিলেন তিনি।