Farmers in Pune have earned over Rs 2 crore by selling tomatoes (Photo Credit Pixabay)

পুনে : টমেটোর দাম বেড়ে যাওয়ায় চিন্তিত অনেকেই। তবে টমেটোর এই দাম বৃদ্ধিতে মহা খুসি মহারাষ্ট্রের পুনে জেলার কৃষকরা। পুনের এক কৃষক টমেটো (Tomatoes) বিক্রি করে ২ কোটি ৮০ লক্ষ আয় করেছেন। ঈশ্বর নামের ওই কৃষক (Farmers) বলেন, ‘আমি ১২ একর জমিতে টমেটো লাগিয়েছি, এ বছর আমি ২ কোটি ৮০ লক্ষ টাকা আয় করেছি। চলতি বছরে আমি ৩ কোটি ৫ লক্ষ টাকা লাভের আশা করছি।’

আরও পড়ুন : Video: লুপ লাইনে প্রবেশ, লোকো পাইলটের বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

 দেখুন টুইট