Narendra Modi (Photo Credits: ANI)

দিল্লি, ১১ জুন: শপথ নিয়ে তৃতীয়বারের জন্য কুর্সিতে মোদী সরকার (Modi Govt)। অমিত শাহ থেকে রাজনাথ সিং, নীতিন গড়কড়িরা রয়েছেন এবারও মোদী সরকারের মন্ত্রিসভায়। মন্ত্রিসভা গঠনের পর এবার বড় খবর দিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, নিজের কেন্দ্র বারাণসীতে কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন নরেন্দ্র মোদী। আগামী ১৮ জুন কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করতে বারাণসীতে যাবেন প্রধানমন্ত্রী। রবিবার তৃতীয়বার মোদী সরকার গঠনের পর এই প্রথম প্রধানমন্ত্রী নিজের কেন্দ্র বারাণসীতে যাবেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Modi 3.0: প্রধানমন্ত্রীর দায়িত্বভার তৃতীয়বার, PMO নিয়ে বড় মন্তব্য মোদীর

রোহানিয়া কিংবা সেবাপুরী, এই দুই কেন্দ্রের যে কোনও একটি বিধানসভায় মোদী (Narendra Modi) কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে জানা যাচ্ছে। কৃষকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতী করবেন মোদী। বারণসীতে একদিনের সফরের মধ্যেই কৃষকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি আরও বেশ কয়েকটি কর্মসূচি প্রধানমন্ত্রীর রয়েছে বলে খবর।

প্রসঙ্গত এই নিয়ে তৃতীয়বার বারাণসী থেকে নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বারাণসী থেকে দেড় লক্ষ ভোটে জয়ী হন প্রধানমন্ত্রী।