নয়াদিল্লিঃ দু'দিনের সফরে জন্মভূমি গুজরাটে (Gujarat) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কর্মসূচীতে ঠাসা মোদীর দু'দিনের সফর। সোমবার, গুজরাটের ভাদোদারায় আয়োজিত একটি রোড শোয়ে (Roadshow) হাজির হন। ভাদোদারার পর এবার গান্ধীনগর। মঙ্গলবার সকালে গান্ধীনগরে ফের রোড শোয়ে যোগদান প্রধানমন্ত্রীর। তেরঙ্গাতে ভরিয়ে দেওয়া হয়েছে রাস্তা। হাজার হাজার তেরঙ্গার মাঝে, 'জয় হো' রবকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন মোদী। প্রধানমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু'পাশে ভিড় করে দাঁড়িয়ে সাধারণ। হুড খোলা গেরুয়া রঙের গাড়ি থেকে তাঁদের উদ্দেশ্যে হাত নাড়েন নমো। আরও পড়ুনঃ মোদীর রোড শোয়ে হাজির কর্নেল কুরেশির পরিবার, দেখুন ভিডিয়ো
গান্ধীনগরে মোদীর রোড শো, দিনভর কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর?
প্রধানমন্ত্রীর যাত্রায় চলছে অবিরাম পুষ্পবৃষ্টি। রোড শো শেষ করে কয়েকটি প্রকল্প উদ্বোধন কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রীর। উল্লেখ্য, সোমবার গুজরাট পৌঁছেই ভাদোদারায় আয়োজিত রোড শোয়ে যোগ দেন মোদী। এদিন দেখার মতো ভিড় ছিল এই পদযাত্রায়। 'অপারেশন সিদুর'-এর সাফল্য উদযাপন ও এই অভিযানকে সফল করেছেন যে সকল ভারতীয় সেনারা তাঁদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্যই এই রোড শোয়ের ব্যবস্থা করা হয়। এই রোড শোয়ে যোগদান করে কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কর্নেল কুরেশির বাবা।
ভাদোদারার পর গান্ধীনগর, জন্মভূমি গুজরাটে একের পর এক রোড শো মোদীর, দেখুন ভিডিয়ো
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi holds a roadshow in Gandhinagar.
PM Modi is on a two-day visit to Gujarat; Today, the Prime Minister will participate in the celebrations of 20 years of Gujarat Urban Growth Story and lay the foundation stone of various… pic.twitter.com/xC33JakLzi
— ANI (@ANI) May 27, 2025