
নয়াদিল্লিঃ ‘অপারেশন সিঁদুর (Operation Sindoor)’- সাফল্যের পর এই প্রথম জন্মভূমি গুজরাটের (Gujarat) মাটিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দু'দিনের গুজরাট সফরের প্রথমদিন ভাদোদারায় আয়োজিত রোড শোয়ে উপস্থিত নমো। আর সেখানেই এবার প্রধানমন্ত্রীর রোড শোয়ে উপস্থিত হল কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। সোমবার ভাদোদারার হার্নি বিমানবন্দর থেকে শুরু হয় এই রোড শো। তিরঙ্গাতে সেজে ওঠে গোটা শহর। রাস্তার দু'পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সাধারণ মানুষ। তাঁদের মধ্যেই ছিলেন কর্নেল সোফিয়া কুরেশির বাবা বাবা তাজ মহম্মদ এবং মা হালিমা কুরেশি।
মোদীর শোয়ে কর্নেল সোফিয়া কুরেশির পরিবা
এদিন প্রধানমন্ত্রী রোড শোয়ে যোগদানের পর সোফিয়া কুরেশির বাবা বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে খুবই ভাল লাগছে। আমাদের সবাইকে দেশের জন্য সদা জাগ্রত থাকতে হবে। সমানভাবে দেশের সেবায় এগিয়ে আসতে হবে।" প্রসঙ্গত, 'অপারেশন সিঁদুর'-এর অন্যতম মুখ বলা চলে কর্নেল সোফিয়া কুরেশিকে। পাকিস্তানের মাটিতে কীভাবে একের পর এক জঙ্গিঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা তা সম্বন্ধে জনসাধারণের সামনে নিয়মিত তথ্য তুলে ধরেছেন সোফিয়া। তাঁর সঙ্গে ছিলেন উইং কমান্ডার ব্যোমিকা সিং। জনসক্ষমে আসার পর সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্কের শিকার হন তাঁরা। সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সুপ্রিম কোর্টে ধমক পর্যন্ত খান মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী।
মোদীর রোড শোয়ে হাজির কর্নেল কুরেশির পরিবার, দেখুন ভিডিয়ো
Gujarat: Colonel Sofiya Qureshi's family attends Prime Minister Narendra Modi's grand roadshow in Vadodara
Her father Taj Mohammad Qureshi says, "Meeting him brought great happiness. We all should be awakened for our nation. Everyone should serve the nation with unity..." pic.twitter.com/q0LtyOPJ2m
— IANS (@ians_india) May 26, 2025