Prajapati: কলকাতা ছেড়ে প্রজাপতি এখন বারাণসীতে, ভক্তদের সৌজন্যে শ্যুটিং এর দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়(দেখুন ভিডিও)
Photo Credit_Instagram

অভিজিৎ সেনের ছবি 'প্রজাপতি'-তে, বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবকে। সম্প্রতি ছবির শ্যুটিং শেষ হয়েছে। কলকাতার পর্ব শেষ হতেই  'প্রজাপতি'র টিম পৌঁছয় বারাণসীতে।বারাণসীর রাস্তায় শ্যুটিং এর ফাঁকে অতি সাধারণ চেক শার্টে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। মাটির ভাঁড়ে চায়ে চুমুক দিতে না দিতেই তাঁর সামনে এসে হাজির এক ব্যক্তি। মিঠুনকে সামনে পেয়ে তাঁর গলায় সাদা উত্তরীয় পরিয়ে দিলেন। মিঠুনও হাসি মুখেই তাঁর পাশে দাঁড়িয়ে সেলফির জন্য পোজ দিলেন। চারপাশে তখন মিঠুন-দেবের শ্যুটিং দেখতে উৎসাহী আম জনতার ভিড়।দেবের ফ্যান পেজের সৌজন্যে সামনে এসেছে এই ভিডিও।

একই সঙ্গে ফ্যানপেজে আরও একটি ভিডিয়োও শেয়ার করা হয়েছে। যেখানে বারাণসী স্টেশনে সবুজ রঙের একটি রিকশা চড়তে দেখা গেছে দেবকে। গালে হাত দিয়ে কিছুটা লাজুক চেহারায় বসে ছিলেন সাংসদ, অভিনেতা। চালক রিকশা টেনে একটু এগোতেই রিকশায় চড়ে বসলেন মিঠুন চক্রবর্তীও। একইভাবে সেখানেও শ্যুটিং দেখতে লোকে লোকারণ্য।