নরেন্দ্র মোদী ও দালাই লামা (ছবিঃX)

নয়াদিল্লিঃ ৯০ বছরে পা দিলেন আধ্যাত্মিক গুরু দালাই লামা (Dalai Lama)। জন্মদিনে তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। তাঁকে ‘ভালবাসা এবং ধৈর্যের প্রতীক’ বলে আখ্যা মোদীর। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লেখেন, "১৪০ কোটি ভারতীয়র হয়ে দালাই লামাকে ৯০তম জন্মদিনের শুভেচ্ছা জানাই। তিনি ভালবাসা, ধৈর্য, করুণা ও নৈতিক শৃঙ্খলার প্রতীক। তাঁর চিরন্তন বার্তা সমস্ত ধর্মের মানুষের মধ্যে শ্রদ্ধা জাগায়। তিনি সুস্থ থাকুক। ওঁর দীর্ঘায়ু কামনা করি।"

দালাই লামার ৯০ তম জন্মদিনে কী লিখলেন মোদী?

অন্যদিকে ৯০তম জন্মদিনে নিজেও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন দালাই লামা নিজেও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "আমার ৯০তম জন্মদিনের উপলক্ষে, আমি বুঝতে পারি যে শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুদের একটি বড় অংশ, তিব্বতি সম্প্রদায়সহ বিভিন্ন স্থানে, উদযাপনের জন্য একত্রিত হচ্ছে। বিশেষভাবে আমি কৃতজ্ঞ যে আপনারা অনেকেই শুভেচ্ছা ও ভালবাসা দিয়েছেন।" উল্লেখ্য, ১৯৫৯ সালে চিন প্রশাসনের চোখে ধুলো দিয়ে ভারতে চলে এসেছিলেন ১৪তম দলাই লামা। তাঁকে আশ্রয় দিয়েছিল ভারত।এরপর থেকেই  তিব্বতের স্বাধীনতা আন্দোলন নিয়ে সরব হয়েছেন তিব্বতিরা।

 ‘ভালবাসা এবং ধৈর্যের প্রতীক’ দালাই লামার জন্মদিনে বিশেষ বার্তা মোদীর