![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/02/PM-Narendra-Modi-380x214.jpg)
শিল্পপতি রাহুল বাজাজের (Rahul Bajaj) প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। টুইটে তিনি লেখেন, "শ্রী রাহুল বাজাজ বাণিজ্য ও শিল্প জগতে উল্লেখযোগ্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। ব্যবসার বাইরেও তিনি সম্প্রদায়ের সেবা সম্পর্কে উৎসাহী ছিলেন এবং একজন দুর্দান্ত কথোপকথনকারী ছিলেন। তাঁর মৃত্যুতে ব্যথিত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা। ওম শান্তি।"