ফাইল ফটো (Photo Credit: ANI/Twitter)

নয়াদিল্লি: 'মেক ইন ইন্ডিয়া' (Make in India) উদ্যোগের মাধ্যমে মানুষকে আত্ম-নির্ভরতার (self-reliance) মন্ত্র (mantra) দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। শুক্রবার অসমের (Assam) কিংবদন্তি হিসেবে পরিচিত লাচিত বরফুকনের (Lachit Barphukan) ৪০০তম জন্মবার্ষিকী উপলক্ষে (400th Birth Anniversary celebration) আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দাবিই করলেন কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal)।

মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে লাচিত বরফুকনকে ভারতের প্রধানমন্ত্রী সম্মান (tribute) জানিয়েছেন উল্লেখ করে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেক ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে মানুষকে আত্ম-নির্ভরতার মন্ত্র দিয়েছেন। আমি অনুভব করি এর মাধ্যমে লাচিত বরফুকনকে সম্মান জানিয়েছেন উনি। কারণ লাচিত বরফুকন অসমকে মোগলদের (Mughals) হাত থেকে বাঁচাতে যে যুদ্ধ করেছিলেন। তাতে ব্যবহার হওয়া সমস্ত অস্ত্র (weapons) ও সরঞ্জাম (equipment) অসমের মানুষের হাতেই তৈরি করা হয়েছিল।"

সেই সময় থেকেই আত্ম-নির্ভর ভারতের (Atmanirbhar Bharat) পথচলা শুরু হয়েছিল বলে মন্তব্য করে তিনি আরও বলেন, "আমার মনে হয় তখন থেকেই আত্ম-নির্ভর ভারত তৈরির হওয়ার যাত্রা শুরু হয়েছিল। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের নাগরিকদের স্বনির্ভর হওয়ার জন্য উৎসাহিত করে সেই আত্ম-নির্ভর ভারতকেই সারা বিশ্বের সামনে উপস্থাপিত করতে চাইছেন।"