নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ আমরোহি, তাংধর ও কুপওয়ারায় যৌথ অনুসন্ধান অভিযান চালায়। তল্লাশি চালিয়ে চারটি পিস্তল (Pistols), ছয়টি পিস্তলের ম্যাগাজিন, প্রায় চার কেজি মাদক (Narcotics) ও অন্যান্য যুদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু করা হয়। দেখুন-
J&K | On 17th December 2024, based on specific intelligence input, a joint search operation was launched by Indian Army & J&K Police in general area Amrohi, Tangdhar, Kupwara. During search, four pistols, six pistol magazines, approx four kgs of narcotics and other war-like… pic.twitter.com/n5WAjmFiKX
— ANI (@ANI) December 18, 2024
জম্মু ও কাশ্মীরে তাপমাত্রা হিমাঙ্কের নীচে
এদিকে ঠাণ্ডা পড়তেই সেখানে ভিড় জমাচ্ছেন আরও বেশি পর্যটক। বর্তমানে জম্মু ও কাশ্মীরে তাপমাত্রা হিমাঙ্কের নীচে ৷ আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। বাড়িঘর, রাস্তাঘাট ও যানবাহন বরফে ঢাকা রয়েছে। বরফ পরিষ্কার করতে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে।