সম্প্রতি একটি বিজ্ঞাপনকে ঘিরে তুমুল হইচই সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কী কারণে শোরগোল? জানা গিয়েছে,এই বিজ্ঞাপনে দেখা গিয়েছে, একজন মহিলা কুকুরের দুধ পান করছেন। ওয়ার্ল্ড মিল্ক ডে-তে দ্য পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যাল অর্থাৎ PETA-র তরফে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। শুধু তাই নয়, দিল্লি, নয়ডা, মুম্বইয়ের মতো বিভিন্ন বড় শহরে এই ছবি দেওয়া বিলবোর্ডে ছেয়ে দেওয়া হয়। , দুধ এবং দুগ্ধজাত প্রোডাক্ট তৈরি করতে গিয়ে জীবেদের সঙ্গে অবিচার করা হয়, এই শক্তিশালী বার্তা দিতেই এই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এতে উদাহরণস্বরূপ বলা হয়, গরু কখনোই দুধ তৈরির মেশিন নয়। তাদের দুধ পান করার প্রথম অধিকার বাছুরের।
ভাইরাল বিজ্ঞাপনকে ঘিরে উত্তাল নেটপাড়া
কিন্তু শক্তিশালী বার্তা দিতে গিয়ে যে উল্টে অন্যরকম ভাবমূর্তি তৈরি করবে এই বিজ্ঞাপন তা আঁচ করতে পারেননি পেটা কর্তারা। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সৃষ্টি করেছে। এই বিজ্ঞাপনকে 'বোকা বোকা কনটেন্ট' বলে আখ্যা নেটিজেনরদের। কারও আবার মন্তব্য "এই বার্তা অন্যভাবেও দেওয়া যেত। এভাবে ছবি বানানোর কোনও মানে ছিল না।" কেউ আবার লিখেছেন, "এই বিজ্ঞাপনের মানে কী? কিছুই মাথায় ঢুকছে না।" এক কথায় সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক সাড়া পেয়েছে এই বিজ্ঞাপন।
কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
After Eid vacation PETA has woken up. Now @PetaIndia is insulting Sanatan Dharma by comparing dog milk with cows milk. It's high time @peta is kicked out from Bharat. We don’t want this anti-Hindu propaganda machine to target Sanatan Dharma. They only find cruelty in… pic.twitter.com/XepPTVsdht
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) June 16, 2025