ভুবনেশ্বর, ১ মেঃ পোষ্য কুকুরের কামড় খেয়ে আহত এমনকি নিহত হওয়ার নিদর্শন মিলেছে বহুবার। তাই এই পোষ্য কামড়ানোর (Pet Attack) বিষয়টি নিয়ে কড়া হলেন ভুবনেশ্বর প্রশাসন। আপনার পোষ্য কাউকে কামড়ালে আর ছাড় পারেন না আপনি। পোষ্য কুকুর কিংবা বিড়াল কামড়ালে ১০,০০০ টাকা জরিমানা গুনতে হবে মালিককে।
প্রায় দিনই সংবাদমাধ্যম খুললে পোষ্য কুকুরের কামড়ের একাধিক সংবাদ চোখে পড়ে। এই ঘটনা দিনে দিনে বাড়তে থাকায় পোষ্যের মালিককে সচেতন করতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভুবনেশ্বর (Bhubaneswar) প্রশাসন। কেবল মোটা অঙ্কের জরিমানাই নয়, বরং আক্রান্তদের চিকিৎসার যাবতীয় খরচও বহন করতে হবে পোষ্যের মালিককেই।
পশু সুরক্ষা কমিটি প্রতিটি পশুপ্রেমিকে সর্বোচ্চ দুটি কুকুর রাখার নির্দেশ দিয়েছে। তাঁর জন্যে পোষ্যদের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। নির্দিষ্ট সময় মত পোষ্যের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন করানোও বাধ্যতামূলক। কেউ যদি বিদেশ থেকে কোন পোষ্য আনেন সে ক্ষেত্রে ১ সপ্তাহের মধ্যে সেই পোষ্যের রেজিস্ট্রেশন করাতে হবে।
কাউকে কামড়ানোর পাশাপাশি যদি পোষ্য কারুর ব্যক্তিগত কোন সম্পত্তির ক্ষতি করে সে ক্ষেত্রে সেই জরিমানাও ভরতে হবে মালিককে। পোষ্যের বয়স হয়ে গেলে অনেকেই পোষ্যকে রাস্তায় ছেড়ে, সেক্ষেত্রে মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ভুবনেশ্বর মিউনিসিপাল কর্পোরেশন।
এছাড়াও পোষ্যদের বিকেলবেলা পার্কে কিংবা রাস্তায় ঘোরাতে নিয়ে যান মালিক, আপনার পোষ্য যদি পাবলিক প্লেসে মলত্যাগ করে সেক্ষেত্রেও জরিমানা দিতে হতে পারে।