Microsoft co-founder Bill Gates visits Maa Mangla Basti (Photo Credit: X)

ভুবনেশ্বর: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা (Microsoft Co-Founder) এবং বিশিষ্ট সমাজসেবী বিল গেটস (Bill Gates) আজ সকালে ভুবনেশ্বরের (Bhubaneswar) মা মঙ্গলা বস্তি (Maa Mangla Basti) পরিদর্শন করেন এবং বস্তিবাসীদের সঙ্গে মৌলিক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। গেটস গতকাল সন্ধ্যায় ভুবনেশ্বরে পৌঁছন।

সূত্রের খবর, আজ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করার কথা রয়েছে গেটসের। বিল গেটস আজ সে রাজ্যের রাজধানীতে কৃষি ভবন পরিদর্শন করবেন এবং কৃষি সমীক্ষা কেন্দ্র কীভাবে কাজ করছে তা পর্যালোচনা করবেন বলে সূত্রে খবর।

দেখুন ভিডিও 

উল্লেখ্য, বিল গেটস ফাউন্ডেশন ২০২১ সালে ওড়িশা সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding - MoU) স্বাক্ষর করে।