মায়ের সঙ্গে মোদী (ছবিঃX)

নয়াদিল্লিঃ সম্প্রতি কংগ্রেসের (Congress)বিহার ইউনিটের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)ও তাঁর মায়ের এআই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ উঠেছিল। এবার প্রধানমন্ত্রী ও তাঁর মায়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ দিল পাটনা হাইকোর্ট। বুধবার পাটনা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিবি বজন্ত্রির তরফে কংগ্রেসের বিহার ইউনিটকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে এই ধরনের এডিটেড ভিডিয়ো সরানোর নির্দেশ এসেছে।

মোদী ও তাঁর মায়ের এআই ভিডিয়ো নিয়ে বড় নির্দেশ পাটনা হাইকোর্টের

জানা গিয়েছে, গত ১০ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি ৩৬ সেকন্ডের ভিডিয়ো ছড়িয়ে পড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মা হীরাবেন মোদীর ভিডিয়ো বানানোর অভিযোগ ওঠে কংগ্রেসের বিহার ইউনিটের বিরুদ্ধে। আর এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। ভোটের আগে উত্তাল হয় বিহারের রাজনৈতিক মহল। জল গড়ায় কোর্ট পর্যন্ত। বিজেপির দিল্লি ইলেকশন সেলের আহ্বায়ক সঙ্কেত গুপ্ত এই ঘটনার প্রতিবাদে কংগ্রেসের আইটি সেলের বিরুধে মামলা দায়ের করে। লিখিত অভিযোগ জানানো হয় দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায়। সেই মামলার রায়দানেই এই পর্যবেক্ষণ পাটনা হাইকোর্টের। এই ঘটনার জন্য কংগ্রেসের তীব্র নিন্দা করে বিজেপি ও এনডিএ জোট। ভোটের আগে রাজনৈতিক স্বার্থে এই ভিডিয়ো বানিয়েছে কংগ্রেস বলে তোপ দাগে বিজেপি। যদিও পাল্টা কংগ্রেসের দাবি, এই ভিডিয়োতে কোনওভাবে প্রধানমন্ত্রী ও তাঁর মাকে অশ্রদ্ধা করা হয়নি।

 সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী ও তাঁর মায়ের এআই ভিডিয়ো ছড়ানো যাবে না, রায় পাটনা হাইকোর্টের