Air India Flight (Photo Credits Wikimedia Commons)

নয়াদিল্লিঃ এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে (Flight) ফের বিপত্তি। মাঝ আকাশে বিমানের মধ্যে অসুস্থ যাত্রী ও বিমানকর্মীরা। পেটের যন্ত্রণা, বমিবমিভাব একাধিক উপসর্গ দেখা যায়। বিমানের মধ্যে অচৈতন্য হয়ে পড়েন দুই বিমানকর্মী। চাঞ্চল্য ছড়ায় গোটা বিমানে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে লন্ডন থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। তবে বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়নি। নির্ধারিত সময়েই মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

এয়ার ইন্ডিয়ার বিমানে আচমকা অসুস্থ যাত্রী ও কেবিন ক্রু-রা

সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল মেডিক্যাল টিম। দ্রুত চিকিৎসা দেওয়া হয় অসুস্থ যাত্রী ও দুই কর্মীকে। জানা গিয়েছে, খাবারে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়ে পড়েন বিমানে সওয়ার ৭ জন। এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তিতে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, "অসুস্থ যাত্রী ও ক্রুরা বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। খাবারে বিষক্রিয়ার জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান। তবে গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।" উল্লেখ্য, এক কথায় বলতে গেলে ফাঁড়া যেন কাটছে না এয়ার ইন্ডিয়ার। আমেদাবাদের বিমান বিপর্যয়য়ের পর থেকেই আলোচনায় এয়ার ইন্ডিয়া। লাগাতার কয়েকদিন বেশ কয়েকটি বিমানে যান্ত্রিক ত্রুটির খবর মিলেছে। এয়ার ইন্ডিয়ার মতো প্রথম সারির বিমান সংস্থার পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যাত্রীদের একাংশ।

মাঝ আকাশে একের পর এক অসুস্থ যাত্রী ও ক্রুরা, ফের শিরোনামে এয়ার ইন্ডিয়ার বিমান