নয়াদিল্লিঃ চলতি বছরে বড় বদল আনতে চলেছে রেল(Indian Railways)। টিকিট (Ticket) বুকিং বা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে বড় আপ ডেট। লোকসভায় তা নিজের মুখেই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী জানান, রেলের হার্ডওয়ার,ও সফটওয়ারে নানা আপডেট আনা হয়েছে। উন্নত হয়েছে পরিষেবা। এখন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে প্রতি মিনিটে ২৫ হাজার টিকিট কাটা যাবে। এই প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন,"ভারতীয় রেলে তথ্যপ্রযুক্তিগত উন্নতি আসছে। এখন যে সিস্টেম ব্যবহার করা হয় তাতে প্রতি মিনিটে ২৫ হাজার টিকিট কাটা সম্ভব।" এখানেই শেষ নয় আরও কিছু তথ্যপ্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রেল। যার জন্য কেন্দ্রের তরফে ১৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
মোবাইল টিকিটিং পরিষেবার উপর জোর দিচ্ছে রেল। এই পরিষেবাকে আরও উন্নত করার কথা ভাবা হচ্ছে বলে রেলমন্ত্রক সূত্রে খবর। জানা যাচ্ছে, মোবাইল অ্যাপে এমন কিছু আপডেট আসতে চলেছে যার দ্বারা যাত্রীরা এক ক্লিকেই সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট কাটতে পারবেন।
১৮২ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র, চলতি বছরে বড়সড় বদল আসছে রেল পরিষেবায়
हर मिनट होती है 25000 रेल यात्रा टिकटों की बुकिंग pic.twitter.com/RxEJSiLItm
— North Western Railway (@NWRailways) August 21, 2025