কলকাতাঃ মর্মান্তিক! হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে (Howrah-Puri Vande Bharat Express) হার্ট অ্যাটাকে (Heart Attack) মৃত্যু যাত্রীর। বিনা চিকিৎসায় মৃত্যু বলে অভিযোগ সহযাত্রীদের। মৃতের নাম হিমাদ্রি ভৌমিক। বয়স ৫৭। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা। বুধবার, বন্দে ভারতের সি–টু কামরায় ছিলেন হিমাদ্রি। এদিন কটক স্টেশনে ঢোকার আগে বেশকিছুক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটি। এরপর কটক ছেড়ে ট্রেনটি এগোতে শুরু করতেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে কামড়ার উপস্থিত পরীক্ষককে সবটা জানান সহযাত্রীরা। পরীক্ষক জানান ট্রেন ভুবনেশ্বরে পৌঁছলে চিকিৎসা শুরু হবে। কিন্তু ততক্ষণে যন্ত্রণায় ছটফট করতে থাকেন হিমাদ্রি। কিন্তু ভুবেনশ্বরেও কোনও চিকিৎসা মেলেনি বলে অভিযোগ যাত্রীদের। এরপর একটি ব্যাটারি গাড়িতে তুলে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। মৃত্যু হয় বছর ৫৭-এর হিমাদ্রির।
পুরী যাওয়ার পথে ট্রেনেই হার্ট অ্যাটাকে মৃত্যু ৫৭ বছরের বৃদ্ধের
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সহযাত্রীরা। যদিও স্ট-কোস্ট রেলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনে যাত্রীর অসুস্থতার খবর পরের স্টেশন ভুবনেশ্বর ও খুরদা রোডে পাঠান পরীক্ষক। এই খবর পেয়ে খুরদা রোডে উপস্থিত ছিলেন রেলের চিকিৎসক। কিন্তু =রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভুবনেশ্বরেই নামিয়ে নেওয়া হয় তাঁকে।
ডাক্তারের দেখা নেই, হাওড়া-পুরী বন্দে ভারতে হার্ট অ্যাটাকে মৃত্যু কলকাতার যাত্রীর
A 57 year old passenger of the Howrah-Puri Vande Bharat Express died Wednesday after falling ill in the moving train. The passenger, identified as H Bhowmik (57), fell ill while the train was travelling from Howrah to Puri around 12.30 pm, and he was rushed to a private hospital… pic.twitter.com/KlNTKboP0V
— Orissa POST Live (@OrissaPOSTLive) June 4, 2025